“সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যরা পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে ভাঙন কবলিত এলাকায় বাঁধ মেরামতের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।”
Published : 07 Apr 2025, 10:09 PM
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের বেড়িবাঁধের ভাঙন পয়েন্টে বিকল্প রিংবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
সোমবার দুপুরে বেড়িবাঁধ ভাঙনের ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পাউবো খুলনা অঞ্চলের তত্ত্ববধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, পাউবো ডিজাইন সার্কেল-৮ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফ আহম্মেদ, সাতক্ষীরা পাউবো বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সালাহউদ্দিন সানী, সাতক্ষীরা পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, আশাশুনি ইউএনও কৃষ্ণা রায়, সেকশন অফিসার আলমগীর কবির।
এ সময় মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম বলেন, “ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যরা পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে ভাঙন কবলিত এলাকায় বাঁধ মেরামতের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।”
পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ হতে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
৩১ মার্চ সকালে উপজেলার বিছট গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আব্দুর রহিম সরদারের ঘেরের পাশে প্রায় ১৫০ ফুট বেড়িবাঁধ খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে সেনাসদস্যরা ভাঙন কবলিত এলাকায় বিকল্প রিংবাঁধ নির্মাণে সহায়তা করে আসছেন।