ঘটনাটি জানাজানির পর স্থানীয়রা ওই দম্পতিকে গণপিটুনি দেয় বলে পুলিশ জানায়।
Published : 09 Oct 2024, 10:01 PM
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছয় বছরের এক পথশিশুকে অপহরণ করে এনেছিলেন কুমিল্লার এক নারী। পরে শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই নারীর স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার ওই শিশুকে নির্যাতনের শব্দ শুনে প্রতিবেশীরা হাতেনাতে ধরলে ঘটনাটি জানাজানি হয়। পরে কুমিল্লার কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ওই দম্পতি গ্রেপ্তার হন বলে ওসি মহিনুল ইসলাম জানান।
মামলার আসামিরা হলেন-কুমিল্লার রেলওয়ে কোয়াটারের সুমন ও তার স্ত্রী রিনা।
পুলিশ জানায়, মামলায় ধর্ষণের অভিযোগে সুমনকে এবং শিশুকে তুলে আনার অভিযোগে রিনাকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির বয়স ৬ বছর। তার বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। তাকে কমলাপুর রেলস্টেশন থেকে তুলে এনেছেন বলে জানিয়েছেন রিনা।
এদিকে ঘটনাটি জানাজানির পর স্থানীয়রা ওই দম্পতিকে মঙ্গলবার বিকাল ৫টার দিকে গণপিটুনি দেয়। আর নির্যাতনের শিকার পথশিশুটিকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি মহিনুল বলেন, “গত ১৩ সেপ্টেম্বর রাত ৮টায় সুমন ও রিনা কমলাপুর রেলস্টেশন থেকে এক শিশুকে অপহরণ করে তুলে নিয়ে আসেন তাদের কুমিল্লার রেলওয়ে কোয়াটারের হারুন মিয়ার ভাড়া বাসায়। সেখানে তারা থাকতেন। সেখানেই শিশুটিকে রাখা হয়।
“ওইদিনের পর রিনা ঘরের বাইরে গেলেই সুমন বিভিন্ন সময় শিশুটিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ সময় ওই শিশু কয়েকবার ধর্ষণও করা হয়েছে। নির্যাতনের কারণে শিশুটির চোখ-মুখ ফুলে যায়; গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে।”
মঙ্গলবার বিকালে ঘটনাটি জানতে পেরে সুমন ও রিনাকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে তারা ওই শিশুকে উদ্ধার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি মহিনুল বলেন, “পিটুনির শিকার দম্পতি হাসপাতালে ভর্তি। তাদের প্রতিবেশীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আদালতে পাঠানো হবে।
“শিশুটিকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তার পুরো শরীরে এখন নির্যাতনের চিহ্ন। আমরা ঘটনাটি ভালো করে তদন্ত করে দেখছি।”