সাতদিন ঢাকায় চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থেকে আরিফুল হক চৌধুরী এখন অনেকটাই সুস্থ।
Published : 22 Mar 2023, 11:52 PM
ঢাকায় চিকিৎসা শেষে সিলেট ফিরেছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার দুপুরে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইমলাম জানান।
এ সময় করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
জাহিদুল ইমলাম জানান, আরিফুল হক চৌধুরী সুস্থ হয়ে সিলেটে ফিরেছেন। তবে তাকে আরও কয়েকদিন বিশ্রামে থাকার পরার্মশ দিয়েছেন চিকিৎসকরা। সাতদিন ঢাকায় চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে তিনি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।
মেয়র হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত ১৫ মার্চ ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
এরপর সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ধমনিতে তিনটি রিং পড়ানো হয় বলে জানান সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা।
আরও পড়ুন