সিলেট সিটির অসুস্থ মেয়রকে পাঠানো হল ঢাকায়

“কয়েকটি রিপোর্টে মাইল্ড হার্ট অ্যাটাকের আভাস পাওয়া গেছে।”

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2023, 09:33 AM
Updated : 15 March 2023, 09:33 AM

উন্নত চিকিৎসার জন্য সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বুধবার সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, “দুপুর পৌনে ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় রওয়ানা দিয়েছেন মেয়র।”

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মেয়র আরিফুল হক চৌধুরী হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। রাত ৩টার দিকে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

Also Read: বুকে ব্যথা নিয়ে সিলেটের মেয়র আরিফুল হাসপাতালে

সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “সেখানে মেয়রের বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিবেদনে মাইল্ড হার্ট অ্যাটাকের আভাস পাওয়া গেছে।”

২০১৪ সালের দিকে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। তখন তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়। হৃদরোগের পাশাপাশি তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যাও রয়েছে।

এর আগে তিনি ঢাকায় চিকিৎসা করিয়েছিলেন। সেজন্য এবারও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানান জাহিদুল ইসলাম।