“কয়েকটি রিপোর্টে মাইল্ড হার্ট অ্যাটাকের আভাস পাওয়া গেছে।”
বুকে ও হাতে ব্যথা অনুভব করায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার গভীর রাতে মেয়রকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
সোমবার তিনি জানান, রাতে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আরিফুল হক।
“পরে রাত ৩টার দিকে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়; সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, মেয়রের হার্টের সমস্যা রয়েছে; বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল।
মেয়রের স্বাস্থ্যের বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে বলে জানান জাহিদুল ইসলাম।