মেয়রের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।
Published : 16 Mar 2023, 10:07 PM
সিলেট সিটি করপোরেশন-সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ধমনিতে তিনটি রিং বসানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার এই অস্ত্রোপচার হয় বলে জানিয়েছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেয়রের এনজিওগ্রাম করানো হয়। তার ধমনিতে বৃহৎ তিনটি ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা সফলভাবে রিং স্থাপন করেন। মেয়র ওই হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন।
মেয়রের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানান এ কর্মকর্তা।
তিনি আরও জানান, ২০১৪ সালের দিকে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। তখন তার ধমনিতে একটি রিং পরানো হয়। তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যাও আছে।