পুলিশ সুপার জানান, হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা পুলিশের কাছে অকপটে স্বীকার করেছেন সাদ্দাম।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বালু ব্যবসায়ী মো. কাউসার হোসেন খানকে হত্যার ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয় বলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান।
শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন বালু ব্যবসায়ী কাউসার হোসেন খান (৪০)। পরের দিন শনিবার সকালে উপজেলার গাজিরটেক ইউনিয়নের জাজেরার সূরার ভাঙ্গামাথায় পদ্মার বালুচর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কিশোরকে (১৫) জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন দাবি করেন, সে হত্যার জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এদিকে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান।
এ সময় পুলিশ সুপার হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।