বিজিবি জানায়, উদ্ধার হওয়া ৯৬টি সোনার বারের আনুমানিক বাজার মূল্য ১৪ কোটি টাকা।
Published : 28 Nov 2023, 04:56 PM
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সীমান্ত থেকে ১৬ কেজি ওজনের ৯৬টি সোনারসহ একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
মঙ্গলবার সকালে উপজেলার দর্শনা থানার সুলতানপুর গ্রামে অভিযান চালানো হয় বলে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান।
গ্রেপ্তার নাজমুল ইসলাম (৩১) দর্শনা থানার অধীন শ্যামপুর গ্রামের বাসিন্দা।
লেফট্যানেন্ট কর্নেল সাঈদ বলেন, “খবর পেয়ে বিজিবির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে মোটরসাইকেলে করে নাজমুলকে যেতে দেখে বিজিবি সদস্যরা তার গতিরোধ করে।
“এ সময় নাজমুল মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে ধাওয়া করে গ্রেপ্তার করে বিজিবি।”
তিনি আরও বলেন, ওই মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সের ভেতর থেকে স্কচ টেপ দিয়ে মোড়ানো সাতটি প্যাকেটে ৯৬টি সোনার বার উদ্ধার করা হয়। ১৬ কেজি ১৪ গ্রাম ওজনের ওই সোনার বারের আনুমানিক বাজার মূল্য ১৪ কোটি টাকা।
এ ব্যাপারে দর্শনা থানায় মামলা করা হয়েছে; সোনার বারগুলো ট্রেজারিতে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন বলে বিজিবি অধিনায়ক জানান।