মানব অক্ষরে ‘বয়কট বিএনপি’ লিখে প্রতিবাদ

এ ছাড়া, তাদের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে জেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 02:34 PM
Updated : 9 Nov 2023, 02:34 PM

পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগের এক নেতার উদ্যোগে মানব অক্ষরে ‘হ্যাস বয়কট বিএনপি’ লিখে অভিনব প্রতিবাদ হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শহরের ঝাউতলা এলাকার নবনির্মিত শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হাসিবের উদ্যোগে এ প্রতিবাদ হয়।

পরে দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের নামে অরাজকতা, সন্ত্রাস, পুলিশ হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে জেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন।

জুনায়েদ হাসিব বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এই উন্নয়নকে বাধা দিতে বিএনপি-জামায়াত জোট হয়ে অবৈধ হরতাল ও অবরোধ দিয়ে সাধারণ মানুষের জানমালের অপূরণীয় ক্ষতিসাধন করে চলছে।

তিনি আরও বলেন, “সাধারণ মানুষ বিএনপি-জামায়াতের এই অরাজকতায় কোনোভাবেই ভীত নেয়। তারা অবরোধ ও হরতাল বয়কট করে দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে।”