“প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃদ্ধার স্বর্ণ চুরির জন্যই হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন বিশ্বজিৎ।”
Published : 13 Feb 2024, 03:39 PM
রাজবাড়ীর পাংশা উপজেলায় এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামে ওই বৃদ্ধাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।
নিহত ৭৫ বছর বয়সী আশালতা দাস ওই গ্রামের মৃত সন্তোষ দাসের স্ত্রী। আটক বিশ্বজিৎ কুমার (২৪) একই গ্রামের রনজিত কুমারের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশালতা দাসের দুই মেয়ে। অনেক আগেই তাদের বিয়ে হয়েছে। তাই বাড়িতে তিনি একাই থাকতেন।
তবে তার জায়গা-জমি দেখাশোনার জন্য একজন লোক ছিল। মঙ্গলবার সকালে বাড়ির কাজের লোক ঘরের বারান্দায় আশালতা দাসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।
ইফতেখারুজ্জামান আরও বলেন, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বিশ্বজিৎ কুমারকে আটক করা হয়েছে।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃদ্ধার স্বর্ণ চুরির জন্যই হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন বিশ্বজিৎ।”
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।