খবর পেয়ে বন্দবেড় ইউনিয়নের বাঞ্ছারচর এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
Published : 08 Oct 2023, 06:43 PM
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৬২-২ এস এর কাছে শৌলমারী ইউনিয়নের বেহুলারচর সীমান্তে এ ঘটনা ঘটে বলে রৌমারী থানার পরিদর্শক (ওসি) রূপ কুমার সরকার জানান।
নিহত মানিক মিয়া (৩২) উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলারচর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
ওসি রূপ কুমার সরকার জানান, খবর পেয়ে বন্দবেড় ইউনিয়নের বাঞ্ছারচর এলাকার একটি বাড়ি থেকে মানিক মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাশরুকীর বলেন, “বিষয়টি শুনেছি। তবে এখনও নিশ্চিত হতে পারিনি।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: