স্থানীয় হাজীপুর বাজারের এক ব্যবসায়ী অভিযোগ করার পর তাদের আটক করা হয়।
Published : 08 Mar 2025, 12:25 AM
জামালপুরে ‘চাঁদাবাজির’ অভিযোগে বিএনপির তিন কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার রাতে সদর উপজেলা হাজীপুর বাজার থেকে তাদের আটক করার তথ্য দিয়েছেন সদর থানার ওসি আবু ফয়সল মোঃ আতিক।
আটককৃতরা হলেন- মেষ্টা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ পলাশ মিয়া (৪৫), মইনুদ্দিনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪০) ও নজরুল ইসলামের ছেলে মোঃ ফরমান (৪২)।
সদর থানার ওসি আবু ফয়সল সাংবাদিকদের বলেন, বিএনপির এই কর্মীরা চাঁদা দাবি করে আসছিলেন বলে স্থানীয় হাজীপুর বাজারের এক ব্যবসায়ী অভিযোগ করেন। এরপর শুক্রবার রাত সাড়ে ৮টায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
তারা তিনজনই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা।
তিনি সাংবাদিকদের বলেন, আটকদের মধ্যে পলাশ মিয়া ইউনিয়ন শ্রমিকদলের সদস্য, ফরমান ও সিরাজুল ইসলাম বিএনপির কর্মী।