গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান ওই কয়েদি।
Published : 21 Sep 2024, 06:28 PM
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার গভীর রাতে জেলা শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাব-১৪ তাকে গ্রেপ্তার করে বলে সদর মডেল থানা পুলিশের কর্মকর্তা শ্যামল মিয়া জানান।
গ্রেপ্তার শাহ আলম (২৬) কিশোরগঞ্জের গাইটাল নয়াপাড়া এলাকার ফালু মিয়ার ছেলে।
গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন কাশিমপুর কেন্দ্রীয় কারগারা থেকে তিনি পালিয়ে যান।
পুলিশ কর্মকর্তা শ্যামল মিয়া বলেন, তিন বছরের শিশুকে ধষর্ণের পর হত্যার অপরাধে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া শাহ আলমকে গ্রেপ্তারের পর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আসামিকে কাশিমপুর কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।