২০১৮ সালে বগুড়ার ধুনটে বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িতে হামলার ঘটনায় ২০২৪ সালের নভেম্বরে মামলা করা হয়।
Published : 18 Feb 2025, 10:10 PM
বগুড়ার ধুনটে বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ধুনট থানার ওসি সাইদুল আলম।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের প্রয়াত আব্দুল খালেকের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন (৪৫), চৌকিবাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের প্রয়াত খলিলুর রহমানের ছেলে ও যুবলীগ নেতা ইউপি সদস্য হুমায়ুন কবির সুজন (৩৮) এবং সদর ইউনিয়নের পাকুড়িহাটা গ্রামের সোলায়মান আলীর ছেলে ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম (২১)।
মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই মঞ্জুর মোর্শেদ বলেন, ২০১৮ সালে বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় ২০২৪ সালের নভেম্বরে বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন।
সেই মামলায় সোমবার রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন আসামি হিসেবে লিয়াকত আলী লিটন, ইউপি সদস্য সুজন এবং আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই মঞ্জুর মোর্শেদ।
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি সাইদুল আলম।