Published : 01 Aug 2024, 01:45 AM
ঝালকাঠির নলছিটি উপজেলায় মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক মুয়াজ্জিন।
বুধবার বিকালে আসরের নামাজের আগে উপজেলার বারইকরণ গ্রামের সাবেক চেয়ারম্যান সৈয়দ হোসেনের বাড়ির মসজিদে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী।
নিহত মুয়াজ্জিন আনছার আলী হাওলাদার (৫৮) একই গ্রামের প্রয়াত আব্দুল সত্তার হাওলাদারের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মুরাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনছার হাওলাদার দীর্ঘদিন ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন। বুধবার তিনি আসরের আজান দেওয়ার জন্য মাইক্রোফোন হাতে নিলে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে, বলেন ওসি।