প্রতিনিধি দল পর্যটনকেন্দ্র ‘নীলাচল’ ও ‘মেঘলা’ ঘুরে দেখেন।
Published : 18 Apr 2025, 10:28 PM
পার্বত্য চট্টগ্রামের ‘প্রকৃতি ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে’ শুক্রবার বান্দরবান ভ্রমণ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতসহ পাঁচ বিদেশি নাগরিক।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার পাঁচ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদল বান্দরবানের নীলাচলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে সাক্ষাত করেন।
“পার্বত্য চট্টগ্রামের অপার সৌন্দর্যের বিষয়ে উপদেষ্টা তাদের ধারণা দেন এবং পর্যটনকেন্দ্র নীলাচল ও মেঘলা ঘুরে দেখান।”
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ক্যাটেরিনা মিলার, ইতালিয়ান নাগরিক আন্তেনিও আলেসান্দ্রো, পাওলা বেনিফিওর ও ডাচ আইনজীবী আন্দ্রে কাস্টেনও।
এসময় অন্যদের মধ্যে উপদেষ্টার স্ত্রী নন্দিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্ম সচিব কঙ্কন চাকমা, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানসামা লুসাই উপস্থিত ছিলেন।