ব্যাডমিন্টন খেলার মাঠে তুচ্ছ ঘটনা নিয়ে সজীবের সঙ্গে আনোয়ারের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
Published : 02 Nov 2024, 12:00 PM
নরসিংদীর রায়পুরায় ব্যাডমিন্টন খেলার সময় ছেলের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার।
নিহত মো. আব্দুল্লাহ (৪৯) ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে এবং পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।
নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, শুক্রবার সন্ধ্যায় পল্লী চিকিৎসক আব্দুল্লাহর ছোট ছেলে সজীব বাড়ির পাশে আয়োজিত ব্যাটমিন্টন খেলা দেখছিলেন।
এ সময় খেলার মাঠে তুচ্ছ ঘটনা নিয়ে তার সঙ্গে একই এলাকার আলী হোসেনের ছেলে আনোয়ারের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে উভয়েই বাড়িতে ফিরে যায়।
“এ ঘটনার জের ধরে রাত পৌনে ১০টার দিকে আনোয়ার ১০ থেকে ১৫ জন সহযোগী নিয়ে সজীবদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের কিল-ঘুষি, লাথি ও টর্চলাইটের আঘাতে সজীবের বাবা আব্দুল্লাহ গুরুতর আহত হন।”
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুল জব্বার বলেন, শনিবার ভোরে মরদেহের সুরহতাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।