সহিংসতার জেরে ৮ অক্টোবর থেকে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্রে ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানায় প্রশাসন।
Published : 05 Nov 2024, 12:14 PM
প্রায় ১ মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলেছে খাগড়াছড়ি সব পর্যটন কেন্দ্র ও রাঙ্গামাটির সাজেক। এতে স্বস্তি ফিরেছে পর্যটন খাত সংশ্লিষ্টদের মধ্যে।
বিধিনিষেধ তুলে নেওয়ায় মঙ্লবার সকাল থেকেই পর্যটকরা খাগড়াছড়ির আলুটিলা, রিছাং ঝরনা, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্কসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলাপ্রশাসক মো. সহিদুজ্জামান।
তিনি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খাগড়াছড়ি জেলার সকল পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সকল পর্যটন কেন্দ্রে ভ্রমণ করা যাবে। একইসঙ্গে খাগড়াছড়ি থেকে রাঙামাটির সাজেকেও যেতে পারবেন পর্যটকরা।"
এর আগে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার জেরে ৮ অক্টোবর খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্রে ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানায় প্রশাসন।
এদিকে পর্যটন কেন্দ্র উন্মুক্ত করার সিন্ধান্তকে স্বাগত জানিয়েছে খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা।
তিনি বলেন, “এখানকার পর্যটন খাতের সঙ্গে অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় এ খাতে অনেকে বেকার হয়ে পড়েছেন। পর্যটন চালু হওয়ায় খাত সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে।”
খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্রের টিকেট কাউন্টারের দায়িত্বে থাকা কোকোনাথ ত্রিপুরা বলেন, “আজ (মঙ্লবার) থেকে আলুটিলায় পর্যটকেরা প্রবেশ করছে। তবে সকালে পর্যটকের চাপ কিছুটা কম থাকে। সকাল ১১টা পর্যন্ত শতাধিক পর্যটক আলুটিলা ভ্রমণ করেছে। বিকালে আরও বাড়তে পারে।"
পুরানো খবর
খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠছে ৫ নভেম্বর
অশান্ত পাহাড়ে 'নেই' পর্যটক, ব্যবসায়ীদের কপালে ভাঁজ
পরিস্থিতি দেখে পাহাড়ের পর্যটন খুলে দেওয়া হবে: উপদেষ্টা