‘আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায়’ পাহাড়ে পর্যটকদের ভ্রমণে মানা ছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে।
Published : 29 Oct 2024, 10:21 PM
খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আগামী ৫ নভেম্বর।
মঙ্গলবার রাতে বিষয়টি জানিয়ে জেলার ডিসি মো. সহিদুজ্জামান বলেন, “৫ নভেম্বর থেকে পর্যটকরা খাগড়াছড়িতে ভ্রমণ করতে পারবেন। যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তা তুলে নেওয়া হবে।”
গত ১৯ সেপ্টেম্বর দীঘিনালায় সহিংসতার জেরে খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সংঘর্ষ হয়।
এর রেশ না কাটতেই ১ অক্টোবর খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আবারো সংঘাতের ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা পাহাড়ে পর্যটকদের ভ্রমণে এতো দিন জেলা প্রশাসনের মানা ছিল।
আরও পড়ুন:
পাহাড়ে 'ভ্রমণ নিষেধাজ্ঞা' তুলে নেওয়ার আহ্বান পর্যটন ব্যবসায়ীদের