প্রায় আধা ঘণ্টা ধরে বিক্ষোভকারীরা সেখানে ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে স্লোগান দেয় এবং ভাঙচুর চালায়।
Published : 07 Apr 2025, 05:34 PM
ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বের হওয়া মিছিল থেকে বগুড়ার বাটার শো-রুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুরের দিকে বিক্ষোভকারীরা শহরের সাতমাথায় এসে বাটার শো-রুমে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গ্লাস ভাঙচুর করে।
প্রায় আধা ঘণ্টা ধরে তারা সেখানে ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে স্লোগান দেয় এবং ভাঙচুর চালায়। সেখানে সাধারণ শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ ছিলেন। কিছুটা দূরে পুলিশ দাঁড়িয়ে থাকলেও বিপুল সংখ্যক মানুষের সামনে তাদের কিছুই করার ছিল না।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, “মিছিলের সামনে ও পিছনে পুলিশ ছিল। মিছিল থেকে কে বা কারা ইট-পাটকেল নিক্ষেপ করেছে তা বোঝা যায়নি। তাতে বাটার দোকানের অল্প কিছু ক্ষতি হয়েছে।”
সকাল থেকেই বগুড়া শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা জিরো পয়েন্ট সাতমাথায় জড়ো হন। প্রতিবাদকারীরা নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠনের ব্যানারে সেখানে জমায়েত হন। এ সময় তারা ইসরায়েলি বর্বরতার নিন্দা জানান।
মিছিল ও প্রতিবাদ-সমাবেশের কারণে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
হামলা ও ভাঙচুরের পর দোকান বন্ধ থাকায় বাটার শো-রুমের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।