তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
Published : 08 May 2024, 03:33 PM
বিভিন্ন অনিয়মের অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জি এম সেলিম পারভেজ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
বুধবার বেলা ১টায় উপজেলার কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমি কেন্দ্রের মাঠে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি বলেন, “গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবু সাঈদ। আবু সাঈদের লোকজন উপজেলার চরাঞ্চলের কেন্দ্রগুলো থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে ভোট মেরে নিচ্ছে।”
সেলিম পারভেজ বলেন, “সংসদ সদস্য গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিজ বাড়িতে অবস্থান করে আবু সাঈদকে জিতিয়ে আনতে মঙ্গলবার রাতে নানা ষড়যন্ত্র করেছেন।
“এ সব বিষয়ে রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে একাধিকবার অভিযোগ করলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি । তাই আমি নির্বাচন বর্জন করার ঘোষণা দিলাম।”
ফুলছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন লড়ছেন। এ উপজেলায় ভোটার সংখ্যা ১লাখ ২৬ হাজার ৪০ জন।