সম্প্রতি টাকার জন্য তিনি বাবাকে জমি বিক্রি করতে চাপ দিচ্ছিলেন।
Published : 01 Dec 2024, 03:06 PM
মাগুরায় ‘মাদকাসক্ত’ ছেলের ছুরির আঘাতে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার সকালে সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের মৌলবীবাজার গোরস্থান পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।
নিহত সুরমান শেখ (৬৫) ওই এলাকার বাসিন্দা। ঘটনার পর পালিয়ে গেছেন তার ছেলে (২৬)।
পরিবারের সদস্যদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার জানান, মোফিজুর শেখ দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। মাদক কেনার টাকার জন্য বিভিন্ন সময় তিনি বাবা সুরমান শেখের সঙ্গে ঝগড়া করতেন। সম্প্রতি টাকার জন্য তিনি বাবাকে জমি বিক্রি করতে চাপ দিচ্ছিলেন।
“যা নিয়ে রোববার সকালে পিতা-পুত্রের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে ঘরের বারান্দায় বসে থাকা বাবাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে মুস্তাফিজুর শেখ। পরে তিনি বাড়ি থেকে পালিয়ে যান।”
এ সময় আশংকাজনক অবস্থায় সুরমান শেখকে উদ্ধার করে স্থানীয়রা মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ছেলেকে আটক ও পরবর্তী আইনানুগ ব্যবস্থার পক্রিয়া চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।