সিলেটে ২৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২

জব্দ করা ১২ হাজার ২০০ কেজি চিনির বস্তায় বাংলাদেশি একটি কোম্পানির লোগো রয়েছে বলে জানায় পুলিশ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2023, 05:02 PM
Updated : 12 July 2023, 05:02 PM

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ট্রাকবোঝাই ২৫০ বস্তা ভারতীয় চিনিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদেরকে চোরাকারবারি বলছে পুলিশ।

বুধবার ভোররাতে উপজেলার বারহাল ইউনিয়নের ঘাটের বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান।

গ্রেপ্তাররা হলেন- নাটোর সদর থানার হুগলবাড়ীয়া গ্রামের প্রয়াত বেলাল হোসেনের ছেলে মো. ফিরোজ হোসেন (৪০) ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাটবন গ্রামের প্রয়াত আলতাব আলীর ছেলে মো. জালাল মিয়া (২৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের কাছে পাওয়া তথ্যের বরাতে বুধবার সন্ধ্যায় শ্যামল বণিক বলেন, “তারা অবৈধভাবে ভারত থেকে চিনি এনে বাংলাদেশে বিক্রি করতেন।”

জব্দ করা ২৫০ বস্তায় ১২ হাজার ২০০ কেজি চিনি রয়েছে; বস্তাগুলোতে বাংলাদেশি একটি কোম্পানির লোগো রয়েছে বলে জানান তিনি।

তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।