ঘটনার তিন দিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Published : 15 Apr 2025, 04:12 PM
চুয়াডাঙ্গা সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবক মারা গেছেন।
ঘটনার তিন দিন পর মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান।
নিহত নিপুন সাহা (২৩) শহরের বাজারপাড়ার কৃষ্ণ সাহার ছেলে। এর আগে শনিবার শহরের টাউন ফুটবল মাঠের কাছে তাকে কুপিয়ে আহত করা হয় বলে জানায় পুলিশ।
এদিকে নিপুন নিহতের খবর জানাজানি হলে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনার জেরে আবার বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন শহরবাসী।
ওসি খালেদুর রহমান বলেন, পূর্ব বিরোধের জেরে শুক্রবার শহরের ফল ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়। এ ঘটনার জেরে পরদিন শনিবার রাত ৯টার দিকে শহরের টাউন ফুটবল মাঠের কাছে একদল যুবক নিপুন সাহাকে কুপিয়ে আহত করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিন দিন পর সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনার জেরে আবার বড় ধরনের সংঘর্ষ এড়াতে পুলিশের একাধিক টিম শহরে টহল দিচ্ছে বলে জানান ওসি খালেদুর রহমান।
তিনি বলেন, “ঘটনার দিন নিপুনের স্বজনরা কোনও মামলা করেননি। তবে সেইদিন তারা বলেছিলেন, চিকিৎসা শেষ করে মামলা করবেন। হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।”
রাজশাহী মেডিকেলে আইনি প্রক্রিয়া শেষ করে নিপুনের লাশ চুয়াডাঙ্গায় নেওয়া হবে বলে জানান ওসি খালেদুর রহমান।