আনুমানিক ৫০ বছর বয়সি ওই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Published : 04 Apr 2025, 03:30 PM
নরসিংদীতে মালবাহী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদীর রেল স্টেশন সংলগ্ন বানিয়াছল বটতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান।
রেলওয়ে পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনটি নরসিংদী স্টেশন অতিক্রম করছিল। তখন বটতলা এলাকায় ওই ব্যক্তি কাটা পড়েন। এতে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। আনুমানিক ৪৫-৫০ বছর বয়সি ওই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসআই জহিরুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।”