শনিবার বাড়ির পাশে সরিষা ক্ষেতে জাহিদ ও জাকির কাজ করছিল।
Published : 23 Feb 2025, 12:22 AM
মানিকগঞ্জের সাটুরিয়াতে ফসলের মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই।
শনিবার সন্ধ্যায় উপজেলার তিল্লী গ্রামে এ ঘটনাটি ঘটে বলে সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান।
নিহত জাহিদ হাসান (২৮) ওই গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে। পেশায় এই অটোরিকশা চালক মাত্র দুই মাস আগে ছেলে সন্তানের বাবা হয়েছেন।
নিহতের বড় ভাই জাকির হোসেনকে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার বাড়ির পাশে সরিষা ক্ষেতে জাহিদ ও জাকির কাজ করছিল। সন্ধ্যার দিকে হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টির সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় জাহিদ। এ সময় জাকির গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।