শিমা কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
Published : 29 Jan 2025, 12:21 AM
কুষ্টিয়া মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী শিমা আক্তারের ভর্তির দায়িত্ব নিয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক।
মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিমার হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।
শিমা কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া গ্রামের আলী আহমেদের মেয়ে। ছয় ভাই-বোনের মধ্যে শিমা পঞ্চম।
শিমা ২০২১ সালে উপজেলার চরকালকিনি আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৮৯ পেয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। অর্থাভাবে নিয়মিত কলেজও যেতে পারতেন না তিনি। ২০২৩ সালে এইচএসসিতে জিপিএ ৪ দশমিক ৮৩ পেয়ে উত্তীর্ণ হন তিনি।
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথমবার চেষ্টা করে ব্যর্থ হলেও হাল ছাড়েননি শিমা। এবার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৪ হাজার ৩১৬তম স্থান অর্জন করে কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
শিমা আক্তার বলেন, “মেডিকেল পড়া আমার স্বপ্ন ছিল। কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার পর টাকার অভাবে তা ভেস্তে যেতে বসেছিল। এখন জেলা প্রশাসন ও কমলনগর উপজেলা প্রশাসন আমাকে ভর্তির জন্য সহায়তা করেছেন।
“আমি যেভাবে সবার সহযোগিতা পেয়েছি, একজন ভালো চিকিৎসক হয়ে অন্যদের সহযোগিতায় কাজ করব।”
শিমার মা আয়েশা বেগম বলেন, “দুই ছেলে কৃষিকাজসহ দিনমজুর করে সংসার চালায়। অভাবের সংসারে টানাপোড়নের মাধ্যমে শিমাকে পড়ালেখা করিয়েছি। সে মেডিকেল কলেজে ভর্তি হবে। আমি চাই, সেও যেন ভবিষ্যতে অন্যের উপকারে এগিয়ে আসে।”
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী শিমা কঠোর পড়ালেখার মাধ্যমে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু অর্থাভাবে ভর্তি নিয়ে শঙ্কায় ছিল। বিষয়টি নজরে আসা মাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলি।
“প্রাথমিকভাবে তার ভর্তিসহ শিক্ষাকার্যক্রমের আনুষঙ্গিক খরচের জন্য তাকে ২০ হাজার টাকা সহায়তা করেছি। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন ও কমলনগর উপজেলা প্রশাসন তার পাশে থাকবে।”
শুধু শিমার ক্ষেত্রেই নয়, জেলার প্রতিভাবান শিক্ষার্থীদের পড়ালেখায় প্রতিবন্ধকতা দূর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান রাজীব কুমার।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা এবং কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস উপস্থিত ছিলেন।
সুযোগ পেয়েও মেডিকেলে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় লক্ষ্মীপুরের শিমা