আটকদের কাছ থেকে ৪৪ কেজি বিস্ফোরক, একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, সাতটি গুলি এবং দুটি মোবাইল জব্দ করে র্যাব।
Published : 29 Mar 2024, 11:25 AM
কক্সবাজারের উখিয়া উপজেলায় বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র-গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির-আরসার কমান্ডসহ চারজানকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে উপজেলার তেলখোলা-বরইতলী এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে কক্সবাজারের র্যাব-১৫ এর সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৮ এর রহিমুল্লাহ প্রকাশ মুছা (২৭), ৪ নম্বর ক্যাম্পের শামছুল আলম ওরফে মাস্টার শামসু (২৮), পালংখালীর তেলখোলা-বরইতলী এলাকার মো. শফিক (২৮) এবং মো. সিরাজ (৩০)। এদের মধ্যে রহিমুল্লাহ প্রকাশ মুছা আরসারের একজন কমান্ডার।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ওই এলাকায় অভিযান চালিয়ে আরসার কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
“এ সময় তাদের আস্তানা থেকে প্রায় ৪৪ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু, একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটারগান, সাতটি গুলি এবং দুটি মোবাইল জব্দ করা হয়। করা হয়।“
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]