একটি বৈদ্যুতিক তার আগুনে পুড়ে তার শরীরের স্পর্শ করলে বিদ্যুতায়িত হন।
Published : 06 Dec 2022, 09:40 AM
গোপালগঞ্জে সদর উপজেলায় আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ভ্যান চালকের প্রাণ গেছে।
উপজেলার জালালাবাদ ইউনিয়নের খালিয়া গ্রামে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান।
নিহত ৩৫ বছর বয়সী খাজা মোল্লা একই উপজেলার ইছাখালী গ্রামের জহুর মোল্লার ছেলে।
ওসি জাবেদ মাসুদ বলেন, খালিয়া গ্রামের কাজল মোল্লা নামের এক ব্যক্তির ঘরে আগুন লাগে। এ সময় ভ্যান চালক ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি ভ্যান থামিয়ে কাজলের প্রতিবেশীদের সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন।
এ সময় রান্নাঘরের ওপর দিয়ে টানানো একটি বৈদ্যুতিক তার আগুনে পুড়ে খাজার শরীরের স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খাজাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।