জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়েছে।
Published : 14 Oct 2023, 09:37 PM
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ফেনীতে অনশন করেছেন নেতাকর্মীরা।
ফেনী শহরের ইসলামপুর রোডের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়েছে।
ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেকের সভাপতিত্বে এবং নূর হোসেন সেলিমের এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য এনামুল হক, জয়নাল আবেদীন বাবলু, সাইফুর রহমান রতন, মনজুর হোসেন বাবর, গোলাপ রসুল গোলাপ, ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর।
আরও বক্তব্য দেন সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন চেয়ারম্যান, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর বি এ, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্যসচিব ইব্রাহীম খলিল মনি, দাগনভূঁইয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বপন, জেলা যুবদলের সভাপতি জাকের হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মিজানুর রহমান, জেলা তাঁতিদলের আহ্বায়ক সরওয়ার জাহান শ্রাবণ।
দুপুর ২টায় জুস খাইয়ে অনশন ভাঙান সুশাসনের জন্য নাগরিক-সুজন ফেনী জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
অনশনে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, “ফ্যাসিস্ট সরকারের কাছে আমরা আর খালেদা জিয়ার মুক্তি চাইব না। এই অক্টোবরেই চূড়ান্ত আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে।”