“বিচারকদের দায়িত্বে অবহেলার অভিযোগ পেলে, নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা”, বলেন প্রধান বিচারপতি।
Published : 04 Mar 2023, 03:48 PM
চুয়াডাঙ্গায় গিয়ে আদালতে বিচারপ্রার্থীদের বিশ্রামের স্থান ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বলেছেন, বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতেও প্রয়োজনীয় সব কিছুই করা হবে।
শনিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে স্থাপনাটির নির্মাণ কাজ শুরু হয়।
প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থীরা যাতে সব সুন্দরভাবে সেবা পায় সে লক্ষ্যে ‘ন্যায়কুঞ্জ’ করা হচ্ছে।
জেলার জ্যেষ্ঠ সহকারী জজ মো. সাইফুদ্দীন হুসাইন জানান, আদালত চত্বরে এসে বিচারপ্রার্থী ও সাক্ষীরা অনেক সময় বিশ্রাম নেওয়ার জায়গা পান না। ‘ন্যায়কুঞ্জ’ দূর করবে সেই সমস্যা।
এর আগেও কয়েকটি জেলায় এই বিশ্রামাগার তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।
এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান বিচারপতি বলেন, “মামলা জট কমাতে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের বিচারকের যে স্বল্পতা রয়েছে তাও কমিয়ে আনার চেষ্টা চলছে। বিচারকদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পেলে, তাদের বিরুদ্ধেও নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।”
পরে জেলায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন হাসান ফয়েজ সিদ্দিকী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও হাই কোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম।
শেষে জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভাতেও যোগ দেন তিনি। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান।
বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম, জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।