মানিকগঞ্জে ‘আগাছা পোড়ানোর আগুনে’ পুড়ল ২ শতাধিক গাছ

বন বিভাগ বলছে, আগুনে ২৩০টি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে ১১১টি গাছ সম্পূর্ণ পুড়ে গেছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2022, 08:08 AM
Updated : 22 Nov 2022, 08:08 AM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আগাছা পোড়াতে জমিতে দেওয়া আগুনে বন বিভাগের প্রকল্পের গাছসহ দুই শতাধিক গাছ পুড়ে গেছে। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গত ১২ নভেম্বর হারুকান্দি ইউনিয়নের মধুমালি চরে এ ঘটনা ঘটে বলে হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান।

মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হারুকান্দির চরাঞ্চলের তিন কিলোমিটার জুড়ে থাকা বনে তিন হাজারের বেশি গাছ রয়েছে। কিন্তু সম্প্রতি জারুল, কড়ই, মেহেগনি, বাবলা, কদমসহ ২৩০টি গাছ পুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ১১১টি গাছ সম্পূর্ণ পুড়ে গেছে।

“ওই ঘটনায় দুদিন আগে স্থানীয় খেরু নামের এক ব্যক্তির বিরুদ্ধে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বন বিভাগের স্থানীয় বনায়ন কর্মসূচির সভাপতি মুক্তিযোদ্ধা বাবুল হোসেন এই অভিযোগ দিয়েছেন।”

স্থানীয় চেয়ারম্যান শেখ মোশাররফ হোসেন বলেন, “খেরুর বাড়িতে এক শ্রমিক কাজ করেন। তিনিই জমিতে আগাছা পরিষ্কার করতে গিয়ে জমিতে আগুন দেন বলে শুনেছি। পরে বনের গাছগুলো পুড়েছে।”

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কোনো মানুষের হৃদয় বলে কিছু থাকলে এমন ঘটনা ঘটাতে পারত না।

“আগুনে বনের ১১১টির মতো গাছ পুরোপুরি পুড়ে গেছে। ফরেস্ট অফিসারকে সাথে সাথে ব্যবস্থা নিতে বলেছি। আর বনে শিগগিরই নতুন করে গাছ রোপণ করব।”

আগুন লাগার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম।