রাজশাহী সিটি ভোট: মেয়র লিটনের পদত্যাগ, মনোনয়নপত্র জমা

রোববার মেয়রের পদ থেকে পদত্যাগ করেন খায়রুজ্জামান লিটন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2023, 01:01 PM
Updated : 22 May 2023, 01:01 PM

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ মনোনীত এ এইচ এম খায়রুজ্জামান লিটন। 

সোমবার দুপুর ২টার দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।  এর একদিন আগে রোববার তিনি পদত্যাগ করেন।

মনোনয়নপত্র জমা শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লিটন সাংবাদিকদের বলেন, “আবারও মেয়র নির্বাচিত হলে রাজশাহীর মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে শিল্প-কারখানা স্থাপনে কাজ করব।

“এছাড়া শুধু সিটির মানুষদের জন্য নয়, পুরো রাজশাহীর মানুষের জন্য যা কিছু করা সম্ভব প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে তা করব ‘ইনশাল্লাহ’।” 

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, দলের রাজশাহী মহানগর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, মহানগর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী ও সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার উপস্থিত ছিলেন। 

মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২৩ মে; যাচাই-বাছাই হবে ২৫ মে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১ জুন। ২ জুন হবে প্রতীক বরাদ্দ। আর ২১ জুন ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রসঙ্গে খায়রুজ্জামান লিটন বলেন, “বিএনপির নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকি দিয়েছেন, সেটিকে আওয়ামী লীগ খুব শক্তভাবে দেখছে। 

“এই হুমকি আবু সাঈদ চাঁদের ব্যক্তিগত বিষয় নয়। বিএনপির আর দশটা নেতা যেটা ভাবে সেটা চাঁদের মুখ দিয়ে বের হয়েছে।” 

এ ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে; আরো মামলা হবে এবং আওয়ামী লীগ রাজপথেই তাদের মোকাবেলা করবে বলে জানান সাবেক মেয়র লিটন। 

মেয়রের কার্যালয় থেকে জানা যায়, মেয়র খায়রুজ্জামান লিটন রোববার পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করে বিকালেই প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-২)। 

এর আগে সিটি করপোরেশনের সকল প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিনকে অর্পণ করেন লিটন। 

দায়িত্ব অর্পণের সময় সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন:

রাজশাহী সিটি নির্বাচন: লিটনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

সিটি নির্বাচন: রাজশাহীতে ভোটের মাঠে নামলেন জাপা নেতাকর্মীরা

সিটি ভোটে গেলে বিএনপি করার সুযোগ থাকবে না: মিনু