রাজশাহী সিটি নির্বাচন: লিটনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়া যাবে আগামী ২৩ মে পর্যন্ত।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2023, 01:00 PM
Updated : 7 May 2023, 01:00 PM

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

রোববার রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের নেতৃত্ব জেলা নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহান, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুন নেসা তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ শাহাদত হোসেন, শফিকুর রহামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র উত্তোলনের পর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, আগামী ১৫ মে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। ১৪ দলের প্রার্থী হিসেবে লিটন এবারও বিপুল ভোটে জয়লাভ করে রাজশাহীকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়া যাবে আগামী ২৩ মে পর্যন্ত। এখন পর্যন্ত মেয়র পদে একজন, ১০টি সংরক্ষিতি নারী কাউন্সিলর পদে ৩৫ জন, ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ৭৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এখনও কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি বলে জানান শহিদুল ইসলাম।