রিটার্নিং কর্মকর্তা বলেন, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা- চার উপজেলায় তিনটি পদে মোট ৫৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
Published : 21 Apr 2024, 11:40 PM
দ্বিতীয় দফা নির্বাচনের জন্য সুনামগঞ্জের চার উপজেলায় ৫৩ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ প্রার্থীই ক্ষমতাসীন আওয়ামী লীগের হলেও বিএনপি নেতাকর্মীরাও ভোটের মাঠে রয়েছেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম রোববার বিকালে সাংবাদিকদের বলেন, “তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা- চার উপজেলায় তিনটি পদে মোট ৫৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কারও কোনো সমস্যা হয়নি।”
২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই এবং ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন কার্যালয় জানায়, জামালগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন তিনজন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের ইকবাল আল আজাদ এবং উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দী।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন- সাংবাদিক ও সমাজকর্মী আকবর হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি রাজু, ছাত্রদলের আব্দুল্লাহ আল মামুন এবং যুবলীগের মকবুল হোসেন আফিন্দী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দীপু ও আওয়ামী লীগের মারজানা ইসলাম শিবনা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ১৩ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে সাতজন, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, অধ্যাপক আলী মরতুজা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বুরহান উদ্দিন, মিঠু রঞ্জন পাল, উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান ও যুবলীগের আফতাব উদ্দিন।
সাধারণ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গের আবু সাঈদ স্বর্ণালী, জিল্লুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন সুষমা জাম্বিল, আইরিন আক্তার ও খালেদা বেগম।
বিশ্বম্বরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। তারা হলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার তালুকদার, বিএনপি নেতা মোহন মিয়া বাচ্চু ও যুবলীগ নেতা রঞ্জিত চৌধুরী রাজন।
সাধারণ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা তারজুদ আলী খান, শাহ দিলোয়ার, মো. আবুল মান্নান, নূরুল ইসলাম, মো. জুলহাস মিয়া ও সেলিম আহমদ মিঠু।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মাহফুজা আক্তার রিনা, আমেনা খাতুন, পেয়ারা বেগম, বিএনপির মোছা. মদিনা আক্তার, যুবলীগের জান্নাত মরিয়ম।
ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়ন জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দিপা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ মুরাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী ও মধ্যপ্রাচ্য প্রবাসী মো. বাশার তালুকদার।