বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিভাগগুলো প্রয়োজন বোধে অনলাইনে ক্লাস নিতে পারবে।
Published : 21 Apr 2024, 06:38 PM
দেশজুড়ে চলমান তাপদাহেও সশরীরে ক্লাস চালিয়ে যাওয়া সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন; তবে বিভাগগুলো চাইলে প্রয়োজনে অনলাইনে ক্লাস নিতে পারবে।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে চলমান তাপদাহের পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলহান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক সভায় অংশগ্রহণ করেন।
“সভায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসহ প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। তবে বিভাগগুলো প্রয়োজন বোধে অনলাইনে ক্লাস নিতে পারবে।
এ ছাড়া ২ মে পূর্বনির্ধারিত পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চালু ও ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ১ মে সরকারি ছুটি ও ৩-৪ মে সাপ্তাহিক ছুটি এবং ৫ থেকে ৯ মে গ্রীষ্মাবকাশের ছুটি থাকবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।