গত ১২ ঘণ্টায় বিএনপি ও জামায়াতের আরও ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 28 Oct 2023, 10:26 AM
নারায়ণগঞ্জে রাজধানীমুখী তিন সড়কে সাতটি তল্লাশিচৌকি বসিয়ে যাত্রীবাহী ও ব্যক্তিগত যানবাহনে তল্লাশি করছে পুলিশ৷ জেরার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানিয়েছেন রাজধানীর প্রবেশমুখে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক এবং ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কটিতে সাতটি তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে।
এছাড়া শহরের চাষাঢ়াতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের প্রবেশমুখেও পুলিশি তল্লাশি দেখা গেছে৷
রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি মহাসমাবেশ। এ কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ঢাকার প্রবেশমুখগুলোর নারায়ণগঞ্জ অংশে তল্লাশি চৌকি স্থাপন করেছে জেলা পুলিশ।
সরেজমিনে দেখা গেছে, তল্লাশিচৌকিতে ঢাকামুখী যাত্রীবাহী ও ব্যক্তিগত যানবাহনে তল্লাশি করছে পুলিশ৷ বাহনে যাত্রীদের পড়তে হচ্ছে জেরার মুখে৷ তাদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে, দেখতে চাওয়া হচ্ছে পরিচয়পত্র৷ কী উদ্দেশ্যে ঢাকা যাচ্ছেন এবং কোথা থেকে এসেছেন তাও জানতে চাইছে পুলিশ৷
এছাড়া রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে জেলাজুড়ে ৩ শতাধিক পুলিশ মোতায়েনের কথা জানান পুলিশ কর্মকর্তারা৷
এদিকে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে গত ১২ ঘণ্টায় বিএনপি ও জামায়াতের আরও ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, শুক্রবার বিকাল থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়৷ আটকরা বিস্ফোরক আইন ও নাশকতার অভিযোগে করা বিভিন্ন মামলার আসামি।
এর আগে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জে ৪৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ৷
আরও পড়ুন
নারায়ণগঞ্জে ঢাকামুখী সড়কে মোবাইল ফোনে তল্লাশি
চনপাড়ায় বিএনপির নেতাকর্মীর বাড়িতে ‘হামলা-ভাঙচুর’, গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জে বিএনপির ৪৫ জন গ্রেপ্তার, ঢাকার প্রবেশমুখে তল্লাশিচৌকি