বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন চারজনকে বাড়ি থেকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগও পাওয়া যায় হামলাকারীদের বিরুদ্ধে৷
Published : 27 Oct 2023, 07:27 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় চার নেতাকর্মীর বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ করেছে বিএনপি। তারা বলছেন, স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এ হামলার সঙ্গে জড়িত।
বৃহস্পতিবার রাতে হামলা ও ভাঙচুরের সময় চার নেতাকর্মীকে ধরে আওয়ামী লীগের লোকজন পুলিশের হাতে তুলে দিয়েছে বলেও অভিযোগ বিএনপির।
যদিও রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, হামলা ও ভাঙচুরের কোনো অভিযোগ তারা পাননি৷ তবে চনপাড়ায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তারের কথা জানান তিনি৷
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, “বাড়িঘরে হামলা চালিয়ে চনপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মাহিনের বাবা রাজমিস্ত্রী আলী আকবর, সিএনজিচালিত অটোরিকশা চালক মো. নুরুল হক, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. জুলহাস ও ১ নম্বর ওয়ার্ড এলাকার বিএনপিকর্মী মো. হানিফকে আওয়ামী লীগের লোকজন ধরে নিয়ে চনপাড়া ফাঁড়ির পুলিশের হাতে তুলে দিয়েছেন।”
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ৩৫-৪০ জনের একটি দল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. শাহ্জাহানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ভাঙচুর চালায়৷ পরে তার বাবা-মা ও ভাইদের ঘর থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়৷
রাত দেড়টার দিকে শাহ্জাহানদের আরেকটি ভাড়া বাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ তার পরিবারের।
একইভাবে ভোর ৪টার দিকে চনপাড়ার ১ নম্বর ওয়ার্ড এলাকার যুবদল কর্মী মো. আল আমিন, ইউনিয়ন বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. লিটন ও আলী আকবরের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রদল নেতা শাহ্জাহান বলেন, “আমি গ্রেপ্তার এড়াতে কয়েকদিন ধরে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি৷ আমাকে বাড়িতে না পেয়ে গত রাতে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও চনপাড়া সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সমসের আলীর নেতৃত্ব লোকজন ভাঙচুর চালায়। তখন পুলিশও সেখানে ছিল৷ আমার পরিবারের লোকজন আত্মীয়ের বাড়িতে রাত কাটান৷”
আলী আকবরের স্ত্রী মুক্তা বলেন, “আমাদের বাড়িতে ভাঙচুর করে স্বামীকে তুলে নিয়ে যায়৷ পেছন পেছন গিয়ে দেখি, তাকে পুলিশের গাড়িতে তোলা হইতেছে৷”
এ বিষয়ে জানতে মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও ফোন রিসিভ করেননি সমসের আলী৷ ক্ষুদে বার্তা পাঠালেও সাড়া দেননি তিনি৷