“দেশের কল্যাণ ও স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই”, বলেন তিনি।
Published : 22 Apr 2025, 01:52 PM
যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক; তবে এর জন্য আন্দোলনের দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু।
তিনি বলেছেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন। তারপর আবার মধ্যরাতে সংশোধন করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে।
“দেশের কল্যাণ ও স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। তবে এ জন্য আন্দোলনের দরকার নেই।”
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আয়োজনে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।
সামছুজ্জামান দুদু বলেন, “৩১ দফা বিএনপির একার দফা না। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, সে প্রসঙ্গগুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।”
কর্মশালায় অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু ও মাহাদী আমিনসহ কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এতে সংগঠনটির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছয় শতাধিক নেতা অংশ নিয়েছেন।
বিকাল সাড়ে ৪টায় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।