ডিসেম্বরে তিনটি অভিযানে অবৈধ ৭৫টি মেশিন ও ১৯ লাখ ৬০ হাজার ফুট বালু জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য তিন কোটি সাড়ে আট লাখ টাকা।
Published : 31 Dec 2024, 10:28 PM
ফেনীতে সীমান্তবর্তী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২৬টি মেশিন, সরঞ্জাম ও বালু জব্দ করেছে টাস্কফোর্স।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী হাকিমের সমন্বয়ে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালান বলে জানান বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
বিজিবি জানায়, ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর সোনাপুরে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় টাস্কফোর্স।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করা ২৬টি মেশিন এবং বালু উত্তোলনের সরঞ্জামসহ ৩৯ লাখ টাকার মালামাল জব্দ করা হয় বলে জানায় বিজিবি।
জব্দ করা মেশিনগুলো ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হেফাজতে রাখা হয়েছে।
এর আগে ১ ডিসেম্বর ও ২৮ ডিসেম্বর অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪২টি মেশিন ও সরঞ্জাম জব্দ করেছিল বিজিবি। এ ছাড়া ৯ ডিসেম্বর পরশুরাম উপজেলার মজুমদারহাট বাউরখুমায় মুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন করায় ৩৭টি মেশিন ও ১৯ লাখ ৬০ হাজার ফুট বালু জব্দ করা হয়েছিল।
লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, শুধু ডিসেম্বরে তিনটি অভিযানে ৭৫টি মেশিন ও ১৯ লাখ ৬০ হাজার ফুট অবৈধ বালু জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য তিন কোটি আট লাখ ৫০ হাজার টাকা।
তিনি বলেন, বিজিবি সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক। সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি সীমান্তবর্তী নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে বিজিবির সহায়তা অব্যাহত থাকবে।