ঘটনাস্থল থেকে লাশ ও রক্তমাখা বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
Published : 10 Mar 2025, 03:52 PM
যশোরের চৌগাছায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার রানায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে চৌগাছা থানার এসআই মিজানুর রহমান জানান।
নিহত রেকসোনা খাতুন (৩২) ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম সিজারের দ্বিতীয় স্ত্রী।
ঘটনার পর থেকে সিজার পলাতক রয়েছেন বলে জানান এসআই মিজানুর।
তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে রক্তমাখা একটি বাঁশের খণ্ড উদ্ধার করা হয়েছে।
“নিহতের কপালের বাম পাশে গভীর ক্ষত রয়েছে।”
সিজারের মা শাহানাজ বেগম বলেন, রেকসোনা তার ছেলের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। প্রথম স্ত্রীর একটি ছেলে রয়েছে, সে বাবার কাছেই থাকে।
ছেলে, নাতি ও ছেলের বউ চৌগাছা শহরের কাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সিজার রাজমিস্ত্রির সহকারী ও রেকসোনা গৃহপরিচারিকার কাজ করতেন।
তবে পরিবারিক কলহের জেরে ৪-৫ দিন আগে সিজার ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি নারায়ণপুর চলে আসেন। রেকসোনাও রোববার রাতে নারায়ণপুর আসেন।
সিজারের মা বলেন, প্রথম স্ত্রীর ছেলেকে নিয়ে রেকসোনা ও সিজারের মধ্যে বিবাদ লেগেই থাকতো। সোমবার সকালেও একই বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে সিজার বাঁশের লাঠি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে রেকসোনা মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিজারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”