৩ ডিসেম্বর নোয়াখালীর কালাদরাপ ইউনিয়নের ডিবি রোড থেকে ইজিবাইকসহ নিখোঁজ হন রবিন।
Published : 09 Dec 2024, 07:06 PM
নোয়াখালী সদর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর সেপটিক ট্যাংক থেকে ইজিবাইক চালক এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চুলডগি এলাকার জামালের বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান।
নিহত মো. রবিন হোসেন (১৬) কালাদরাপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাহামরিতালুক গ্রামের মাকু মিয়া সওদাগর বাড়ির মোহাম্মদ ইউনুসের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রবিন তার সৎ মা রুনা আক্তারের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। নভেম্বর মাসে রবিনের বাবা ঢাকা যাওয়ার সময় নিজের ইজিবাইকটি রবিনকে চালাতে দিয়ে যান।
৩ ডিসেম্বর সন্ধ্যার দিকে কালাদরাপ ইউনিয়নের ডিবি রোড থেকে ইজিবাইকসহ নিখোঁজ হন রবিন।
সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, রবিনের সৎ মা ৫ ডিসেম্বর প্রথমে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ ভিকটিমকে না পেয়ে সেটিকে অপহরণ মামলা হিসেবে রুজু করে।
এরপর ভিকটিমের মোবাইলের সূত্র ধরে দুজনকে আটক করা করা হয়। তারা ভিকটিমের মোবাইল ব্যবহার করছিল।
ওসি বলেন, “আজ সকালে বাথরুমের সেপটিক ট্যাংকের সামনে একটি কুকুর একটানা ঘেউ ঘেউ করছিল। এটি দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে সেপটিক ট্যাংকের ঢাকনার মুখ খুলে ভেতরে রবিনের মরদেহ দেখতে পায় লোকজন। তখন তারা পুলিশে খবর দেয়।
“গলায় কাপড় পেঁচিয়ে রবিনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।”
মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।