একজনকে মৃত অবস্থায় ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন চিকিৎসক।
Published : 08 Aug 2024, 12:48 PM
ঠাকুরগাঁও সদর উপজেলায় বাস ও তেলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাত জন।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার হিমাদ্রী কোল্ডস্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মো. রাকিবুল ইসলাম চয়ন বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। একজনকে মৃত অবস্থায় ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী এন্টারপ্রাইজের নাইটকোচ বাসটি বৃহস্পতিবার সকালে ৬টার দিকে হিমাদ্রী কোল্ডস্টোরেজ এলাকায় পৌঁছালে তেলবাহী ট্যাংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্যাংকারটির চালক মো. শাহাদাত (৪৫) নিহত হন। শাহাদাত জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার বাসিন্দা।
এছাড়া বাসের যাত্রী মোহাম্মদ সানাউল্লাহ হোসেনকে (৩০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সানাউল্লাহর বাসা ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার চামেশ্বরী গ্রামে।
এছাড়া এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
আহতদের ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মেডিকেল অফিসার রাকিবুল।