বিকালে তাদের গাজীপুর মহানগর আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালতের পরিদর্শক।
Published : 07 Nov 2024, 12:26 AM
গাজীপুরের কাশিমপুর এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি দুই চীনা নাগরিককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবার বিকালে তাদের গাজীপুর মহানগর আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালতের পরিদর্শক জাহিদুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে বিমানবন্দরে গ্রেপ্তারের পর তাদের রাতে গাজীপুরের কাশিমপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তাররা হলেন- চীনের ওয়াং চাও ইয়াং (২৮) এবং ইয়াং জিং (৪২)।
মামলা সূত্রে জানা গেছে, কাশিমপুর থানার মোজার মিল এলাকায় সাদিকুলের বাড়িতে ভাড়া থেকে ব্যবসা করতেন চীনা নাগরিক ওয়াং চাও ইয়াং, ওয়াং জাওফিং এবং ইয়াং জিং। সেখানে চুল দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির কারখানা রয়েছে তাদের।
ওই বাড়ির পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন ঢাকার আশুলিয়া থানার ৪০ বছরের এক নারী। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর জুলাইয়ে ওই নারীকে বিয়ে করেন ওয়াং চাও ইয়াং। ২৩ অগাস্ট রাতে স্বামীর সহায়তায় অপর দুই চীনা নাগরিক তাকে ধর্ষণ করেন।
এ ঘটনায় ২৭ অগাস্ট স্বামীসহ ওই তিন চীনা ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা করেন ওই নারী। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তারা।
কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ থেকে পালিয়ে চীনে যাওয়ার সময় বিমানবন্দরে ওয়াং চাও ইয়াংকে এবং ইয়াং জিংকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাতে তাদেরকে কাশিমপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার বিকালে গাজীপুর মহানগর আদালতে তাদের তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তিনি।