ঝিনাইদহে বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে দুই পরিবারের মধ্যে মারামারি বেধে যায়; তাদের থামাতে গিয়ে চারজন আহত হন বলে জানায় পুলিশ।
Published : 28 Feb 2025, 03:55 PM
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে এক প্রতিবেশীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার সকালে উপজেলার ধলহরাচন্দ্র্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শৈলকুপা থানার ওসি মো. মাসুম খান।
নিহত সুফি শেখ (৪০) ওই গ্রামের নওয়াব আলির ছেলে। আহত শামসুল ইসলাম, ফিরোজ হোসেন ও সবুজ পার্শ্ববর্তী মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি মাসুম খান বলেন, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইদ্রিস আলী ইদুর সঙ্গে তার ভাই শাকেন আলীর পাঁচ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ জমি দখল করতে যায় ইদ্রিস আলী। এ সময় শাকেন ও তার পরিবারের লোকজন বাধা দিলে দুপক্ষের মারামারি শুরু হয়।
এক পর্যায়ে প্রতিবেশী সুফি শেখ তাদের ঠেকাতে যান। এ সময় ইদ্রিস আলী তার হাতে থাকা অস্ত্র দিয়ে সুফি শেখসহ চারজনকে কুপিয়ে জখম করেন।
তিনি বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করায়। এরমধ্যে সুফি শেখের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর ১২ দিকে সুফি শেখ মারা যান।
মারামারির ঘটনার পর এলাকাবাসী ধাওয়া দিয়ে গড়াই নদীর ওপার থেকে ইদ্রিস আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে বলে জানান ওসি মাসুম খান।