পুলিশ জানায়, মামলার তদন্ত অব্যাহত রয়েছে; এ ছাড়া এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
Published : 10 Mar 2025, 08:48 PM
কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পটুয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার জাহিদ।
গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের মাহফুজ মোল্লা (২১) এবং বরগুনার আমতলী উপজেলার সেকান্দাখালী গ্রামের শাহাদাৎ হাওলাদার (২২)।
পুলিশ জানায়, শাহাদাৎ বরিশালের একটি কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মাহফুজ মোল্লা বরিশালের আরেকটি কলেজের স্নাতক শ্রেণিতে অধ্যায়নরত। তারা উভয়ই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মী।
পুলিশ জানায়, ১২ ফেব্রুয়ারি রাতে কলাপাড়ার রজপাড়া এলাকার নুরুজ্জামান কাফির পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে পরিবারের সদস্যরা দ্রুত বেরিয়ে এলে তারা প্রাণে রক্ষা পান। পরদিন কাফি কলাপাড়া থানায় একটি মামলা করেন।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, তারা ছাত্রলীগের কর্মী। ঢাকার ধানমন্ডির ৩২ নাম্বারে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক ও ইউটিউবে কাফির তৈরি বিভিন্ন কন্টেন্ট দেখে শাহাদাৎ ও মাহফুজ ক্ষিপ্ত হন। পরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন।
আসামিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রযুক্তিগত প্রমাণাদি সংগ্রহ করা হয়েছে। গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।