জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক বলেন, কাজের মহিলা বেশে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলেন ওই নারী।
Published : 14 Sep 2024, 12:28 AM
গাজীপুরের কালীগঞ্জে ১ কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ এক নারীকে আটক করা হয়েছেন।
শুক্রবার বিকালে উপজেলার শিমুলিয়া থেকে তাকে আটক করা হয় বলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান।
আটক হোসনেয়ারা বেগম (৬০) উপজেলার দড়িসোম গ্রামের নুর হোসেনের স্ত্রী।
এমদাদুল ইসলাম মিঠুন বলেন, গোপন খবরে কালীগঞ্জ উপজেলার শিমুলিয়ায় অভিযান চালায় এসআই হুমায়ুনের নেতৃত্বে একটি দল। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সন্দেহভাজন হিসেবে হোসনেয়ারা বেগমকে তল্লাশি করা হয়। এসময় তার হাতে থাকা শপিং ব্যাগে ১৫টি হেরোইনের পোটলা পাওয়া যায়; যেগুলোর ওজন ১ কেজি ৩০০ গ্রাম। পরে তাকে আটক করা হয়।
এমদাদুল ইসলাম মিঠুন আরও বলেন, “কাজের মহিলা বেশে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলেন ওই নারী। আসলে কালীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় তার একাধিক বাড়ি রয়েছে।”
তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজশাহী থেকে ঢাকা ও আশপাশে বিক্রির জন্য মাদকদ্রব্যগুলো নিয়ে যাচ্ছিলেন ওই নারী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”