২ ঘণ্টার বেশি সময় ধরে বসত ঘর ও আঙ্গিনার বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে লুকিয়ে রাখা ৪০ হাজার ইয়াবা এবং ২৩ কেজি গাঁজা পাওয়া যায়।
Published : 27 Feb 2025, 12:34 AM
কক্সবাজারের টেকনাফে ইয়াবা ও গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে; যাদের ‘মাদক কারবারি’ বলছে বিজিবি।
বুধবার বিকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
আটকরা হলেন, একই এলাকার মৃত মোহাম্মদ ইসমাঈলের ছেলে মো. সোলেমান হোসেন (২৩) এবং রশিদ আহমদের ছেলে আব্দুল আমিন (১৯)।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর বলেন, বিকালে ছোট হাবিবপাড়ায় সংঘবদ্ধ মাদক ও চোরাকারবারি চক্রের এক সদস্যের বাড়িতে মাদকের বড় একটি চালান মজুদের গোপন খবর পায় বিজিবি।
পরে বিজিবির একটি দল ‘কে-নাইন ইউনিটের’ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ সন্দেহজনক বাড়িতে অভিযান চালায়। বাড়িটি ঘিরে ফেললে সন্দেহজনক ২-৩ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি।
“পরে দীর্ঘ ২ ঘণ্টার বেশি সময় ধরে বসত ঘর ও আঙ্গিনার বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় ৪০ হাজার ইয়াবা এবং ২৩ কেজি গাঁজা পাওয়া যায়।“
বিজিবি অধিনায়ক আরও জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।