ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।
Published : 04 Jun 2024, 10:07 PM
মানিকগঞ্জের সদর উপজেলায় বসতঘরে আগুন লেগে এক বৃদ্ধা মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার দিঘী ইউনিয়নের ছোট ভাটবাউর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার মো. জহিরুল ইসলাম জানান।
নিহত সবুরী বেগম (৭০) ওই এলাকার মৃত নায়েব আলীর স্ত্রী।
সিনিয়র স্টাফ অফিসার জহিরুল বলেন, বেলা ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের সময় সবুরী বেগম ঘরের ভেতরে আটকা পড়েন। পরে ঘরের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা এই ফায়ার সার্ভিস কর্মকর্তার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, “ঘটনাটি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।”