এ ঘটনায় ঈশ্বরদী বাইপাস স্টেশনের স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
Published : 12 Apr 2025, 07:32 PM
পাবনার ঈশ্বরদীতে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন ও বগি লাইনচ্যুতের তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরের পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এ ঘটনায় ঈশ্বরদী বাইপাস স্টেশনের স্টেশন মাস্টার বাবুল রেজাকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
শনিবার সকাল পৌনে ৫টার দিকে ট্রেন লাইনচ্যুতের পর সকাল ৮টার দিকে আবার চলাচল শুরু হয় বলে জানান ঈশ্বরদী বাইপাস স্টেশনে দায়িত্বরত সিগন্যাল মেনটেন্সম্যান (এমএস) খাজা মঈনুদ্দিন।
তিনি বলেন, ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ বাইপাস স্টেশন পার হওয়ার সময় ট্রেনটির ইঞ্জিনের ছয়টি চাকা ও প্রথম বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।
পরে ভোর ৬টার দিকে ঈশ্বরদী লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সকাল সাড়ে ৭টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ৮টার দিকে পঞ্চগড় অভিমুখে ট্রেনটি যাত্রা শুরু করে।
পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন বলেন, রেলপথের পয়েন্ট পরিবর্তন না করে ক্লিয়ারেন্স দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এতে স্টেশন মাস্টারের গাফিলতি থাকতে পারে, এ জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান হাসিনা খাতুন।